বাংলা মাসের সর্বশেষ দিনটিকে চৈত্র সংক্রান্তির দিন বলা হয়। উৎসবে আর উল্লাসে এই দিনটিকে পালন করেছে উন্মুক্ত লাইব্রেরি। আজ ১৩ এপ্রিল রাজু ভাস্কর্য সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেটে উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণে এই দিনটি উদযাপন করা হয়।
এই আয়োজনে গান পরিবেশন করেছে ব্যান্ড ‘কৃষ্ণপক্ষ’, ‘আপন ঘর,’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি নতুন ব্যান্ড ‘লৌকিক’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহাদী হাসান ও সালমান।
অনুষ্ঠানে উদযাপন সম্পর্কে উন্মুক্ত লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, বর্তমানে একটা শ্রেণী আমাদের সংস্কৃতিকে ধর্মের সাথে সাংর্ঘষিক হিসেবে দেখাতে চায়। যারা ধর্মের সাথে সংস্কৃতিকে সাংঘর্ষিক হিসেবে দেখাতে চায় তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাসেজ হলো- এই উৎসব কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বাঙালি সংস্কৃতির দিক থেকে আমরা এটি পালন করছি এবং এটি আমাদের হাজার বছরের ঐতিহ্য।”
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উন্মুক্ত লাইব্রেরি কার্যকরী কমিটির সভাপতি সজিব তালুকদার এবং সঞ্চালনা করেন উন্মুক্ত লাইব্রেরি কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোছাদ্দেক বিল্লাহ।