• শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৮:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রবি রশ্মির উদ্যোগে ‘এসো শ্যামল সুন্দর’ শীর্ষক সংগীতানুষ্ঠান ঢাবি উত্তরবঙ্গ চাকরিজীবী কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঢাবিতে আনঃহল দাবা ও ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধন বঙ্গবন্ধুর জীবন ও দর্শন থেকে শিক্ষা নিতে হবে: ঢাবি ভিসি ঢাবির শহীদুল্লাহ হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মাথা ঘুরে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু বম জনগোষ্ঠীর উপর হামলা, বিচারের দাবি গণতান্ত্রিক ছাত্র জোটের ঢাবি শিক্ষার্থী হত্যা চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি আমাদের শিল্প সংস্কৃতিকে ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে:সৈকত ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকানো গিয়েছে :ঢাবি ভিসি

ঢাবির হলে খতমে তারাবী পড়লেই মিলছে পুরস্কার

dunews
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বমোট ১৮ টি হল। ছেলেদের জন্য ১৩ টি হল আর মেয়েদের থাকার জন্য ৫ টি হল। রমজান উপলক্ষে ছেলেদের প্রায় সবগুলো হলেই হচ্ছে খতমে তারাবী। মেয়েদের হলগুলোর মধ্যে একমাত্র ব্যতিক্রম হচ্ছে শামসুন্নাহার হল। শামসুন্নাহার হলেও মেয়েদের জন্য খতমে তারাবী পড়ার ব্যবস্থা করা হয়েছে,যা মেয়েদের অন্য কোন হলে নেই। তারাবীহ উপলক্ষে মেয়েদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন হল কর্তৃপক্ষ। যারা পুরোপুরি খতমে তারাবীহ শেষ করবে তাদেরকে পুরস্কার দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। হল কর্তৃপক্ষ বলছেন, মেয়েদের খতমে তারাবীহর প্রতি আগ্রহ দেখেই এই বছর হলে খতমে তারাবী এর ব্যবস্থা করা হয়েছে। উল্লেখযোগ্য হারেই অংশগ্রহণ দেখা যাচ্ছে খতমে তারাবীতে।

এই বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ ড. লাফিফা জামাল বলেন, গত বছর হলে দূরা তারাবী পড়ানো হয়েছে। অনেক মেয়েরা লেট পার্মিশন নিয়ে খতম তারাবী পড়তে যেত। তাদের কথা চিন্তা করেই হলে খতম তারাবী চালু করেছি। আমিও নিয়মিত মেয়েদের সাথে তারাবী পড়ি। এখন পর্যন্ত ভালো অংশগ্রহণ আছে মেয়েদের। প্রতিদিন শতাধিক শিক্ষার্থী খতম তারাবীতে অংশগ্রহণ করছে। তিনি আরো বলেন, খতম তারাবী শেষ করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করার বিষয়টি ইমাম সাহেব ঘোষণা দিয়েছেন যা হল কর্তৃপক্ষের হাত ধরেই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হবে৷

হলের এক শিক্ষার্থী বলেন, প্রাধ্যক্ষ ম্যাম সব সময়ই শিক্ষার্থী বান্ধব। আমাদের কথা চিন্তা করেই সব স্বীদ্ধান্ত নিয়ে থাকেন। রমজানে এমন ব্যতিক্রমী স্বীদ্ধান্ত সবাইকে ইবাদতে উদ্ভুদ্ধ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর