ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বমোট ১৮ টি হল। ছেলেদের জন্য ১৩ টি হল আর মেয়েদের থাকার জন্য ৫ টি হল। রমজান উপলক্ষে ছেলেদের প্রায় সবগুলো হলেই হচ্ছে খতমে তারাবী। মেয়েদের হলগুলোর মধ্যে একমাত্র ব্যতিক্রম হচ্ছে শামসুন্নাহার হল। শামসুন্নাহার হলেও মেয়েদের জন্য খতমে তারাবী পড়ার ব্যবস্থা করা হয়েছে,যা মেয়েদের অন্য কোন হলে নেই। তারাবীহ উপলক্ষে মেয়েদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন হল কর্তৃপক্ষ। যারা পুরোপুরি খতমে তারাবীহ শেষ করবে তাদেরকে পুরস্কার দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। হল কর্তৃপক্ষ বলছেন, মেয়েদের খতমে তারাবীহর প্রতি আগ্রহ দেখেই এই বছর হলে খতমে তারাবী এর ব্যবস্থা করা হয়েছে। উল্লেখযোগ্য হারেই অংশগ্রহণ দেখা যাচ্ছে খতমে তারাবীতে।
এই বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ ড. লাফিফা জামাল বলেন, গত বছর হলে দূরা তারাবী পড়ানো হয়েছে। অনেক মেয়েরা লেট পার্মিশন নিয়ে খতম তারাবী পড়তে যেত। তাদের কথা চিন্তা করেই হলে খতম তারাবী চালু করেছি। আমিও নিয়মিত মেয়েদের সাথে তারাবী পড়ি। এখন পর্যন্ত ভালো অংশগ্রহণ আছে মেয়েদের। প্রতিদিন শতাধিক শিক্ষার্থী খতম তারাবীতে অংশগ্রহণ করছে। তিনি আরো বলেন, খতম তারাবী শেষ করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করার বিষয়টি ইমাম সাহেব ঘোষণা দিয়েছেন যা হল কর্তৃপক্ষের হাত ধরেই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হবে৷
হলের এক শিক্ষার্থী বলেন, প্রাধ্যক্ষ ম্যাম সব সময়ই শিক্ষার্থী বান্ধব। আমাদের কথা চিন্তা করেই সব স্বীদ্ধান্ত নিয়ে থাকেন। রমজানে এমন ব্যতিক্রমী স্বীদ্ধান্ত সবাইকে ইবাদতে উদ্ভুদ্ধ করবে।