ঢাকা মেডিকেল কলেজ এলাকায় ছাত্রদল নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। আজ সোমবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের সামনে এই হামলার ঘটনা ঘটে।
ছাত্রদলের দাবি, ছাত্রলীগের হামলায় তাঁদের পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। তবে ছাত্রলীগ বলছে, মিথেন নামে এক শিক্ষার্থীর উপর ছাত্রদল শুরুতে হামলা করে। মিথেন তার কিছু বন্ধুবান্ধবদের ফোন দিয়ে জানালে তারা ছাত্রদলের হামলা প্রতিহত করে।
ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদুল আলম সোহেলের অভিযোগ করে বলেন , ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ইফতার শেষে ঢামেকের বহির্বিভাগের সামনে চা খাচ্ছিলেন। তখন ছাত্রলীগের ১০-১৫ জন নেতা-কর্মীরা হামলা চালায়। এতে ছাত্রদলের মানসুরা আলম, রাজু আহম্মেদ, আমান উল্লাহ আমান, মেহেদী হাসান ও আব্দুল্লাহ আল কাফি আহত হন।
হামলায় বিষয়ে জানতে চাইলে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, তারা শুরুতে মিথেন নামে এক সাধারণ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলা চালায়। লন্ডন থেকে ছাত্রদলের উপর নির্দেশ আসছে ঢাবি ক্যাম্পাসে লাশ ফেলার জন্য। তারা সেই নির্দেশ বাস্তবায়ন করতেই মূলত অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল। মিথেনের উপর হামলার কথা শুনে তার বন্ধুরা তাকে রক্ষা করতে সেখানে যায়। সেখানে তার ছাত্রলীগের ও কিছু বন্ধু ছিল।