নিজ ব্যাচের চল্লিশ বছর পূর্তিতে ঢাকা মেডিকেল কলেজে শিক্ষামন্ত্রীনিজ ব্যাচের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি ঢাকা মেডিকেল কলেজের কে চল্লিশ (K40) ব্যাচের শিক্ষার্থী ছিলেন। চল্লিশ বছর আগে ১৯৮৩ এই দিনে তাদের পদচারণায় মুখরিত হয় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) এ কর্মসূচিতে উপস্থিত থেকে তিনি বৃক্ষ রোপণ করেন। এ সময় তাকে স্বাগত জানান ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল হানিফ।
চল্লিশ বছর পর নিজ ক্যাম্পাসে রক্তকরবী, কাঞ্চন, গন্ধরাজ, ব্লু মুন গোলাপ, নীল মনি লতা, শিউলী, কামিনী, জাকারান্ডা ও ক্যাসিয়া জাভানিকামের চারা রোপণ করেন শিক্ষামন্ত্রী।
এসময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. শিখা গাংগুলী, অধ্যাপক ডা. আসাদুল কবির চপল, অধ্যাপক ডা. শেখ নুরুল ফাত্তাহ রুমী, অধ্যাপক ডা. জাহিদ আলী আজাদ, অধ্যাপক ডা. শামীমা, ডা. শামীমা হায়দার মুন ও অধ্যাপক ডা. কানিজ হাসিনা শিউলী।