• শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৮:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রবি রশ্মির উদ্যোগে ‘এসো শ্যামল সুন্দর’ শীর্ষক সংগীতানুষ্ঠান ঢাবি উত্তরবঙ্গ চাকরিজীবী কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঢাবিতে আনঃহল দাবা ও ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধন বঙ্গবন্ধুর জীবন ও দর্শন থেকে শিক্ষা নিতে হবে: ঢাবি ভিসি ঢাবির শহীদুল্লাহ হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মাথা ঘুরে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু বম জনগোষ্ঠীর উপর হামলা, বিচারের দাবি গণতান্ত্রিক ছাত্র জোটের ঢাবি শিক্ষার্থী হত্যা চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি আমাদের শিল্প সংস্কৃতিকে ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে:সৈকত ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকানো গিয়েছে :ঢাবি ভিসি

ডুসাসের নবীন বরণ, বৃত্তি প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

dunews
প্রকাশ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অফ সুন্দরগঞ্জের (ডুসাস) নবীন বরণ, শিক্ষাবৃত্তি প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (০৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি সাগর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল ও বই উপহারের মাধ্যমে বরণ করে নেয়া হয়। এরপর সুন্দরগঞ্জ সরোবর পার্কের সৌজন্যে টি-শার্ট বিতরণ ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সৌজন্যে ৫০ জন শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি দেয়া হয় এবং ইফতার পরিবেশন করা হয়৷

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বিষয় মাথায় রাখতে হবে। আমি পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট দের সাথে মিশেছি, এলামনাইদের সাথে মিশেছি, তাদেরকে কখনো তাদের বিশ্ববিদ্যালয় নিয়ে অহমিকা করতে দেখিনি। আমাদের শিক্ষার্থীদেরও এই বিষয়টি মাথায় রাখতে হবে। বিশ্ববিদ্যালয় তোমাদের একটা প্লাটফর্ম দিচ্ছে, অবস্থানটা তোমাদের তৈরী করতে হবে। তোমরা স্কিল বাড়াও, ইংরেজি শেখো, এর সাথে আরেকটা সেকেন্ড ল্যাংগুয়েজ শেখো তাহলে তোমরা স্বয়ংক্রিয়ভাবে বিশ্বনাগরিকে রুপান্তর হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে নিয়ে আমি একটা সুন্দরগঞ্জ গড়ার স্বপ্ন দেখি। আমি যখন এমপি হলাম তখন দেখলাম যে, স্বপ্ন বাস্তবায়নের চেয়ে বেঁচে থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ। কোভিডের সময় আমাদের অসংখ্য স্বপ্ন পুরন সম্ভব হয় নি। তবে সুন্দরগঞ্জে আমরা সুশাসন রেখেছি। আমরা চেষ্টা করি শান্তি বজায় রাখতে। যে কারণে সুন্দরগঞ্জ আস্তে আস্তে উন্নতির দিকে এগোচ্ছে। আমরা অনেক কিছু অর্জন করেছি। বাকিটা সামনের রাজনৈতিক পট পরিবর্তনের ওপর নির্ভর করে। তবে তোমাদের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বলেন, আমরা সুন্দরগঞ্জের মানুষ অনেক কিছু করতে পারি, আমাদের অনেক গুণ আছে। কিন্তু আমাদের আত্মবিশ্বাস অনেক কম। আমরা যদি আত্মবিশ্বাসী হতে পারি তাহলে আমরা অনেক জায়গায় নিজেদের প্রতিষ্ঠা করতে পারব।

এ ছাড়াও অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের লেকচারার মো. জসিম উদ্দিন, ডুসাসের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান সুমন, সাবেক সভাপতি মো. তাহের, তৌফিক হাসান মেহেদী সহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর