ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সাংবাদিক রহিম শুভ’র মুক্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে গণতান্ত্রিক ছাত্র ঐক্যজোট। আজ ৯ এপ্রিল(রবিবার) বিকাল সাড়ে চারটায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই প্রতিবাদি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর সভাপতি ও গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ছায়েদুল হক নিশান বলেন, চোরকে চোর বললে চোরের মর্যাদায় আঘাত লাগে। আবার সেই চোরের দায়ের করা মামলায় আদালত নিরপরাধ মানুষকে আসামির করে কারাগারে পাঠায়। অথচ যারা দেশের হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করে, দুর্নীতি করে, ধর্ষণ করে, খুন করে তাদের বিচার করতে দেখা যায়না। তিনি আরও বলেন সাংবাদিক রহিম শুভসহ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সকলকে নিঃশর্তে মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর নজির আমিন চৌধুরী জয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাদিকুল ইসলাম, বিপ্লবী ছাত্র মৈত্রীর জাবির আহমেদ জুবেল এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর সভাপতি মিতু সরকার।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ এপ্রিল ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গিতে ১০ টাকা কেজি ওএমএস চালের খাদ্য কর্মসূচী থেকে স্বেচ্ছ্বাসেবক লীগের সভাপতির আত্মসাৎ করা ৬০৮ বস্তা চাল চুরির ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কতৃক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাষানীর নামে মামলার প্রেক্ষিতে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ঠাকুরগাও জেলা প্রতিনিধি রহিম শুভ ফেসবুকে স্টাটাস দিলে তার নামে ডিজিটাল নিরাপত্তা আইন এ মামলা করে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।