বিশ্বের বিভিন্ন দেশে নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ ব্যাহত হলেও বাংলাদেশ নারীর ক্ষমতায়নে অনেক এগিয়ে আছে। আজ ৬ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, বাংলাদেশ ব্যাংক এবং এ টু আই এর যৌথ উদ্যোগে ‘প্রমোটিং জেন্ডার ইনক্লুসিভিটি ইন দ্য ফিন্যানসিয়াল ইকোসিস্টেম’ শীর্ষক এক দিনব্যাপী সিম্পোজিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এমন মন্তব্য করেন। অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে অর্থনৈতিকভাবে নারীদের সাবলম্বী হতে হবে এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করতে হবে। নারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তিগত প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণের উপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়াও সরকারের নানা ফলপ্রসূ উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, সরকারের নানা উদ্যোগের কারণে নারীরা শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন পেশায় অসাধারণ সফলতা অর্জন করে চলছে।
দিনব্যাপী এই সিম্পোজিয়ামে এ টু আই প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফাজ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানা এবং এ টু আই প্রোগ্রামের জেন্ডার স্পেশালিস্ট নাহিদ শারমিন। এছাড়া অনন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংক ও ইউএনডিপিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ।