প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তার ও প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ’ এর ব্যানারে একদল শিক্ষার্থী ছাত্র সমাবেশ করেছে৷ আজ (৪ এপ্রিল) দুপুর বারোটায় জাতীয় জাদুঘরের পাদদেশে এই ছাত্র সমাবেশের
আয়োজন করা হয়েছে৷ ঐক্যবদ্ধ ছাত্র সমাবেশ এর ব্যানারে এই ছাত্র সমাবেশ করা হলেও সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সমাবেশে শহিদ শাহরিয়ার শুভ নামে এক শিক্ষার্থী বলেন, তারা একটি শিশুর ছবির সাথে নিজ থেকে একটি বক্তব্য জুড়ে দিয়েছে। এটাই তথ্য সন্ত্রাস। তাদের দেশ ও সরকার বিরোধী প্রচারণায় আমরা ধিক্কার জানাই। মতিউর রহমান এই সংবাদ প্রচারের মাধ্যমে আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে ৷ আমাদের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে অন্ধকারের যাত্রা বলে চালিয়ে দিচ্ছে৷ সে আমাদের তথ্য দেয়ার নামে তথ্য সন্ত্রাস করসে। তার লাগাম আমাদের ছাত্রসমাজের টেনে ধরা উচিৎ। আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন সহ প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে ছাত্র সমাজ। যতক্ষণ পর্যন্ত প্রথম আলোর নিবন্ধন বাতিল ও সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী বলেন,প্রথম আলোর অপ-সাংবাদিকতা আজকে নতুন নয়। তারা এর আগেও বহুবার ষড়যন্ত্রের চেষ্টা করেছিলো কিন্তু সফল হয়নি। দশটাকার বিনিময়ে একটি শিশুর আলোকচিত্র দেশ ও দেশের বাহিরে তারা বিক্রি করছে। তারা চাইছে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরেও যেন কোন অগ্রগতি না হয়। প্রথম আলো চেয়েছিলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগাণ্ডা ছড়াতে। কিন্তু তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে৷ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তার চাই। সাংবাদিকতার নামে কিছু গোষ্ঠী অপ-সাংবাদিকতা করার চেষ্টা করছে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে পেছনে নিয়ে যাওয়ার পায়তারা করছে তারা। বিশেষ করে প্রথম আলো ও মতিউর রহমান সহ যারা এই ষড়যন্ত্রের জাল বুনেছে আমরা তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
সামিয়া মাহমুদ নামে এক শিক্ষার্থী সমাবেশে বলেন , আমরা চাই প্রথম আলোর মত হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আনদোলন,আমরা চাই এদের দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়ার মাধ্যমে সকল হলুদ সাংবাদিকদের সতর্ক করে দেয়া। যেন আর কেউ হলুদ সাংবাদিকতার সাহস না করে৷ ওই শিশুকে টাকা দিয়ে সংবাদ প্রকাশ করে তারা দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে। ছোট ছোট অপরাধ থেকেই বড় অপরাধের জন্ম। ওই শিশু পরবর্তী হয়তো টাকার লোভে পড়ে বড় কোন অপরাধে জড়িয়ে পড়বে। ওই দায় ও প্রথম আলোর।