ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন জলছাপের (জলঢাকা ছাত্র পরিষদ) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বটতলা চত্বরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ও দ্য বাংলাদেশ টুডে পত্রিকার সম্পাদক মো. জোবায়ের আলম। এছাড়াও ইফতার মাহফিলে জলছাপের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায় এবং জলছাপের সকল সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সহযোগী অধ্যাপক মো. জোবায়ের আলম, জলঢাকা আমাদের মাতৃভূমি। সবসময় নিজের মাতৃভূমিকে ধারণ করে এগিয়ে যেতে হবে, নিজের এলাকার উন্নয়ন নিয়ে ভাবতে হবে। শুধু নিজের এলাকা নয় সর্বপরি দেশের উন্নয়ন নিয়ে কাজ করতে হবে।
ওই শিক্ষক আরও বলেন, আমার বিশ্বাস আপনারাই আগামীর কান্ডারী, আপনাদের মধ্যে থেকেই তৈরি হবে নেতৃত্ব। তাই এখন থেকে সঠিক নেতৃত্বের চর্চা করতে হবে। ছাত্র জীবনের সঠিক ব্যবহার করতে হবে।