বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে(টিএসসি) এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতা ও অবদান সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, এখন আমাদের নতুন প্রজন্মের স্বপ্ন স্মার্ট বাংলাদেশ। এই স্বপ্ন দেখার যে শক্তি এবং সাহস তা এই জাতি একদিনে অর্জন করেনি। এটির যে শক্তিশালী ভীত তা রচিত হয়েছিল ১৯৭২ থেকে ১৯৭৫ সময়ের মধ্যে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু যে সমাজের রূপরেখা অঙ্কন করেছিলেন সেটি ছিল অন্তর্ভুক্তিমূলক, অসাম্প্রদায়িক ও মানবিক। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্পর্কে তিনি বলেন, বঙ্গবন্ধু সময়ে তথ্য প্রযুক্তির এত উন্নতি ছিল না। আজকে চতুর্থ শিল্প বিপ্লবের সময় তথ্য প্রযুক্তির অভাবনীয় সাফল্য হচ্ছে। এটি আমাদের দেখায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রবীর কুমার সরকার। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য(শিক্ষা) অধ্যাপক মাকসুদ কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদাসহ আরো অনেকেই। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যায়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।