ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘লাইসিয়াম’ এর নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ শাকিল হোসেন মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সংগঠটির এক সাধারণ সভায় তাদের নাম ঘোষনা করা হয়। ‘লাইসিয়াম’ এর সভাপতি বোরহান উদ্দিন ফয়সাল ও সাধারণ সম্পাদক ইনাম মাহমুদ রিমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। একইসাথে ১৪ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সুপারিশ করা হয়েছে।
মো. মেহেদী হাসান ও শেখ শাকিল হোসেন পরবর্তী এক বছর সংগঠনটির নেতৃত্ব দেবেন।