• শনিবার, ১০ জুন ২০২৩, ০৭:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, পাশ ১১.৮৪ শতাংশ উন্মুক্ত লাইব্রেরিতে ‘কাওয়ালী সন্ধ্যা’ উদযাপিত রবি রশ্মির উদ্যোগে ‘এসো শ্যামল সুন্দর’ শীর্ষক সংগীতানুষ্ঠান ঢাবি উত্তরবঙ্গ চাকরিজীবী কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঢাবিতে আনঃহল দাবা ও ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধন বঙ্গবন্ধুর জীবন ও দর্শন থেকে শিক্ষা নিতে হবে: ঢাবি ভিসি ঢাবির শহীদুল্লাহ হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মাথা ঘুরে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু বম জনগোষ্ঠীর উপর হামলা, বিচারের দাবি গণতান্ত্রিক ছাত্র জোটের ঢাবি শিক্ষার্থী হত্যা চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি

ডুসাপের নেতৃত্বে তানভীর ও আরিফ

dunews
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩


ঢাকা বিশ্ববিদ্যালয় পিরোজপুর জেলা ছাত্র সমিতির (ডুসাপ) নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ মো. তানভীর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরিফ মৃধা তনিম। আগামী এক বছরের জন্য নবগঠিত আংশিক এই কমিটি গঠিত হয়েছে।

গত ১০ মার্চ ডুসাপের প্রধান নির্বাচন কমিশনার মোঃ জাহিদুল ইসলামের অধীনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দী না থাকায় এককভাবে সভাপতি হিসেবে আব্দুল্লাহ মো. তানভীর এবং সাধারণ সম্পাদক হিসেবে আরিফ মৃধা তনিম নির্বাচিত হয়েছেন।
আব্দুল্লাহ মো. তানভীর ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী। অন্যদিকে আরিফ মৃধা তনিম গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ফজলুল হক মুসলীম হলের আবাসিক শিক্ষার্থী।
নিজেদের দায়িত্ব নিয়ে তানভীর ও আরিফ ডিইউ নিউজকে বলেন, ‘আমাদের ইচ্ছা হচ্ছে এই সংগঠনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পিরোজপুর জেলার ছাত্র-ছাত্রীদের ক্যাম্পাসে আর্থিক ও আবাসন সমস্যা সমাধান করার চেষ্টা করাব। আর এই সংগঠনের মাধ্যমে পিরোজপুরের অজপাড়া গাঁয়ের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় সার্বিক পরামর্শ প্রদান করা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর