• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

বছরে সাড়ে ৬ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি দিচ্ছে পুসান

dunews
প্রকাশ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩


পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর বাংলাদেশ ( পুসান) 2014 সালে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে প্রতিষ্ঠিত একটি সংগঠন।  শিক্ষার্থীদের সহযোগিতাকল্পে 2022 থেকে চালু হয় “পুসান শিক্ষাবৃত্তি”। বর্তমানে “পুসান শিক্ষাবৃত্তি”র আওতায় প্রতি মাসে ২৫ জন শিক্ষার্থীকে মাসিক ২০৪০ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে, যার বাৎসরিক পরিমান সাড়ে ৬ লক্ষ টাকা।

উল্লেখ্য, “আমার হৃদয়ে নাটোর” এর সহযোগিতায় প্রথম পর্যায়ে ১১ জন শিক্ষার্থীকে “পুসান শিক্ষাবৃত্তির আওতায় আনা হয় মার্চ 2012 থেকে। মার্চ ২০২৩ থেকে এই সংখ্যা ১৫ জনে উন্নীত করা হয়। গত ৬ই মার্চ, ২০২৩ রাতে এক অনলাইন ফলাফল ঘোষণা অনুষ্ঠানের মাধ্যমে ১৫ জন শিক্ষার্থীর চূড়ান্ত নাম প্রকাশ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাটোর ১ আসন (লালপুর-বাগাতিপাড়া) এর সম্মানিত সংসদ সদস্য জনাব শহিদুল ইসলাম বকুল এমপি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত মহাপরিদর্শক জনাব মো. আলমগির কবির, জেলা প্রশাসক জনাব শামীম আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের ২য় সচিব জনাব গোলাম কিবরিয়া, নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. সাইদুল ইসলাম, বাংলাদেশ মৎস গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব প্রকৌশলী লতিফুল ইসলাম, নাটোর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব ফরাজী রফিক আহম্মদ বাবন, নাটোর জেলা সমিতি চট্টগ্রামের সভাপতি বিশিষ্ট শিল্পপতি জনাব মোখলেসুর রহমান সপু, নাটোর জেলা সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও পুসান কেন্দ্রীয় পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা পুসানবন্ধু জনাব শেখ আব্দুস সোবহান, লাভলী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা জনাব সিলডিয়া পারভীন লেনী, কল্লোল ফাউন্ডেশনের সভাপতি জনাব কোহেলী কুদ্দুস মুক্তি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জনাব এস. এম. শহীদুল ইসলাম সোহেল ও বাংলাদেশ দূতাবাস, রোমানিয়া’র সম্মানিত দূতালয় প্রধান জনাব শেখ কৌশিক ইকবাল।

এছাড়াও শিক্ষাবৃত্তি প্রণয়ন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন পুসানের প্রতিষ্ঠাতা ও পুসান কেন্দ্রীয় পরিচালনা পরিষদের প্রধান সমন্বয়ক ফাদার অব পুসান জনাব তানভীর আনোয়ার, স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পুসান কেন্দ্রেীয় সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক জনাব মো. জুবায়ের হোসেন লিখন, সঞ্চালনায় ছিলেন পুসান কেন্দ্রীয় পরিচালনা পরিষদের কার্যনিবাহী সদস্য জনাব তাজকিয়া তামান্না এবং অনুষ্ঠানটির সভাপতিত্বে ছিলেন পুসান কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির সভাপতি জনাব জাহিদ হাসান।ফলাফল প্রকাশিত হবার পর থেকেই পুসানের সকল সদস্যের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। পুসান কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির সভাপতি ঢাবি শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, “পুসান অল্প সময়ের মধ্যেই সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর কাছে একটি রোল মডেল হিসেবে স্থান পেয়েছে। বছরে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করতে পেরে পুসান এক অনন্য মাইলফলক অর্জন করেছে। শিক্ষার্থীদের পাশে সবসময় অভিভাবকের ন্যায় দায়িত্বশীল থাকবে আমাদের এই প্রাণপ্রিয় সংগঠনটি।”পুসানের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় পরিচালনা পরিষদের প্রধান সমন্বয়ক সাবেক ছবি শিক্ষার্থী তানতীর আনোয়ার বলেন, “পুসানের মাধ্যমে ২৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির আওতায় আনতে পেরে আমরা গর্বিত। চারদিকে পুসানের এত জয়জয়কার দেখে অন্তরে যে প্রশান্তি কাজ করছে, তা অতীতের সকল পরিশ্রমের ক্লান্তি মুছে দিয়েছে। সারাদেশের শিক্ষার্থীদের মাঝে প্রতিনিয়তই আলোচিত হচ্ছে পুসানের নাম। সকলেই শুভকামনা জানাচ্ছে আমাদের উদ্যোগকে। যে উদ্দেশ্য নিয়ে পুসান প্রতিষ্ঠায় উদ্যত হয়েছিলাম, তা আজ অনেকাংশেই সফল।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর