• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

যৌন নির্যাতন ও র‍্যাগিংয়ের প্রতিবাদে ছাত্রলীগের সচেতনতামূলক ক্যাম্পেইন

dunews
প্রকাশ: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের যৌন নির্যাতন ও র‍্যাগিংয়ের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে ছাত্রলীগ।

আজ রোববার সকাল ১১টার দিকে এই সচেতনতা মূলক ক্যাম্পেইন করে ছাত্রলীগ। ক্যাম্পেইনের অংশ হিসেবে এইসময় মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে র‌্যাগিং ও যৌন নির্যাতনবিরোধী পোস্টার এবং প্ল্যাকার্ড দেখা যায়। এরপর রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে ছাত্রলীগ। আগামী ২৭-২৮ ফেব্রুয়ারি সকল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোতে এই ক্যাম্পেইন আয়োজন করা হবে ও আগামী ১-৩ মার্চ সকল কলেজ ও মাদ্রাসা ইউনিটগুলোতে এই ক্যাম্পেইনের আয়োজন করা হবে।

সমাবেশে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশে এমন একটি বাস্তবতা আছে যে আমরা র‌্যাগিংয়ের ঘটনাকে বৈধতা দেওয়ার চেষ্টা করি। আমরা মাঝে মাঝে প্রথম বর্ষের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার পাশাপাশি তাদের নিয়ে মজা করার চেষ্টা করি। অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এর শিকার হচ্ছেন।’তার ভাষ্য, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে, র‌্যাগিং একটি ফৌজদারি অপরাধ, যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার পরিপন্থী।’

সমাবেশে মাজহারুল কবির শয়ন বলেন, হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যান্টিহ্যারাসমেন্ট, র‍্যাগিং সেল গঠন করতে হবে। আমরা বলতে চাই, শিক্ষাপ্রতিষ্ঠানে যে প্রশাসন রয়েছে, আপনারা অ্যান্টিহ্যারাসমেন্ট সেল ও র‍্যাগিং সেল গঠন করুন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অধিভুক্ত যেসব প্রতিষ্ঠান রয়েছে, তাদের প্রশাসনের প্রতি আলটিমেটাম দিতে চাই, আপনারা অতিদ্রুত অ্যান্টিহ্যারাসমেন্ট সেল ও অ্যান্টির‍্যাগিং সেল গঠন করুন। যদি এটি করা না হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর পরিপ্রেক্ষিতে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর