আগামীকাল (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। আজ(২৬ ফেব্রুয়ারি) জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকাল ৪ টায় ৪ টি ইউনিটের ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর হবে। আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনলাইন ভর্তির আবেদন প্রক্রিয়া উদ্বোধন করবেন।