• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
‘ঢাবিতে তারণ্যের ভোট-ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাত্রদল নেতাদের সন্ধান চায় ঢাবি ছাত্রদল আলোচনায় হয়নি সমাধান, এখনো অবস্থানে শিক্ষার্থীরা তিনদফা দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে নারী শিক্ষার্থীদের অবস্থান বৃত্তি পেয়েছে ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ৬ শিক্ষার্থী ঢাবি মৈত্রী হল থেকে তিনশ শিক্ষার্থী স্থানান্তরের দাবি আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে সংখ্যালঘু নির্যাতন হয় না—শিক্ষামন্ত্রী ডুজার ৬ সাংবাদিক পেলেন বর্ষসেরা রিপোর্টার পুরষ্কার ডেঙ্গু মোকাবেলায় কাজ করছে রাজধানীর ২১ নম্বর ওয়ার্ডের ‘ভলেন্টিয়ার অব শেখ তাপস’ এইচএইসসি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন, আটক ৭

পুলিশ পরিচয়ে ছিনতাই, ছাত্রলীগের দুই নেতা আটক

dunews
প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- বাংলা বিভাগের মোহাইমিনুল ইসলাম ইমন ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের রাজিব হোসাইন রবিন। দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র।ইমন বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হল ছাত্রলীগের সহসভাপতি। তিনি ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।রবিন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহসভাপতি। তিনি ঢাবি ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারী হিসেবে পরিচিত।

জানা যায়, গতকাল রাত আনুমানিক ৮ টার সময় বইমেলায় প্রবেশ পথে তারা একদল দর্শনার্থী আটক করে। আটক করে তাদের বিরুদ্ধে মাদক ব্যাবসার অভিযোগ তুলে তাদের শরীর তল্লাশী করে। পরে কোনো মাদকদ্রব্য না পেয়ে তাদের কাছ থেকে ১৫০০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারী সন্দেহ হলে ভুক্তভোগীরা চিৎকার করে, পরে আশপাশের লোকজন তাদের ধরে পুলিশে সোপর্দ করে।

আটকের বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, দুজনকে পুলিশ সোহরাওয়ার্দী উদ্যান থেকে আটক করেছে। বইমেলাতে আসা চার ব্যক্তির কাছ থেকে পুলিশ পরিচয় দিয়ে তারা চাঁদা নেন। পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে তাদের আটক করে।

এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। অভিযোগের সত্যতা পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘এদের আমি চিনতে পারছি না। মনে হয় তারা বর্তমানে রাজনীতিতে সক্রিয় নয়। আর প্রশাসনের প্রতি আমাদের আহ্বান, ছাত্রলীগ নেতা বা যেই হোক, অপরাধের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে যেন প্রশাসনিক এবং অ্যাকাডেমিক ব্যবস্থা নেয়া হয়।’

বিষয়টি জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবীর শয়নকে একাধিকবার কল করা হলেও তা রিসিভ হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর