উৎসবের সাজে রঙিন এক দিন পার করলো অমর একুশে বইমেলা। কেউ লাল তো, কেউ বাসন্তী আবার কেউবা মেরুন বা সাদা রঙের শাড়িতে সেজে এসেছিলেন মেলায়; খোঁপায়-আর হাতে ছিল রঙ বেরঙের ফুল। বসন্ত বরণ ও ভালোবাসা দিবসের এ দিনে স্টল থেকে স্টলে নারীদের দেখা মিলল বর্ণিল সাজে, রঙিন পোশাকে পিছিয়ে ছিলেন না পুরুষরাও।