অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৬ নেতা-কর্মী সহ মোট ২২ জনকে বহিষ্কার করেছে। এর মধ্যে ২১ জনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ২১ জনের সবাই কর্মী পর্যায়ের পোস্টেড। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্যাডে বহিষ্কার করা হয়েছে অমর একুশে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমদাদ হাসান সোহাগকে।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাডে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নেতা-কর্মীদের এক তরফাভাবে বহিষ্কার করা হয়। সাম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের ঘটনা সহ বেশ কিছু ঘটনায় সৈকতের নেতা-কর্মীদের একচেটিয়াভাবে বহিষ্কার করা হয়। একই ঘটনায় আরো অনেকেই অভিযুক্ত থাকলেও তাদের বহিষ্কার করা হয়নি।
অন্যদিকে ইমদাদ হাসান সোহাগ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী। কেন্দ্রীয় ছাত্রলীগের এমন একচেটিয়া সিদ্ধান্তের পর ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগ এ সিদ্ধান্ত নেয়। সম্প্রতি আনন্দ বাজার মার্কেটে চাঁদাবাজির ঘটনার সাথে জড়িত ছিলো ইমদাদ হাসান সোহাগ।
বহিষ্কৃত অন্য নেতাকর্মীরা হল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক উপ-সম্পাদক নাজমুল হাসান রুপু, কবি জসিম উদদীন হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তানজীর আরাফাত তুষার, ফজলুল হক হল ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক আসানুল্লাহ আসাদ, পরিবেশ বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বাধন, গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক রিয়াজ আহমেদ পলক, উপ-দপ্তর সম্পাদক জিহাদুল ইসলাম, অর্থ বিষয়ক উপ-সম্পাদক আল কাওসার, গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক উপ-সম্পাদক শাওন চৌধুরী,
মাস্টার দা সূর্যসেন হল ছাত্রলীগের সদস্য ফাহিম ভাজাওয়ার জয়, আরেক সদস্য সাজিদ আহমেদ, জগন্নাথ হল ছাত্রলীগের কর্মী রাহুল রায়, ফজলুল হক হল ছাত্রলীগের কর্মী মো. তারেক, বিজয় একাত্তর হল ছাত্রলীগের কর্মী ফজলে নাবিদ সাকিল, বিজয় একাত্তর হল ছাত্রলীগের কর্মী মো. রাহাত রহমান, বিজয় একাত্তর হল ছাত্রলীগের কর্মী সাদিক আহাম্মদ,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক অসিত পাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মারুফ ইসলাম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদকবশাহ আলম রাতুল, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কর্মী নূর মোহাম্মদ নাবিল, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কর্মী কামরান সিদ্দিক রাশেদ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার কর্মী রাকিবুল ইসলাম রাকিব।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, আমরা কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ একসাথে বসেই এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। কর্মীদের কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাডে বহিষ্কার করা হয়েছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক যেহেতু নেতা, সেহেতু তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্যাডে বহিষ্কার করা হয়েছে। সোহাগকে আমরা অব্যাহতি অব্যাহতি দিয়েছি।