• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
‘ঢাবিতে তারণ্যের ভোট-ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাত্রদল নেতাদের সন্ধান চায় ঢাবি ছাত্রদল আলোচনায় হয়নি সমাধান, এখনো অবস্থানে শিক্ষার্থীরা তিনদফা দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে নারী শিক্ষার্থীদের অবস্থান বৃত্তি পেয়েছে ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ৬ শিক্ষার্থী ঢাবি মৈত্রী হল থেকে তিনশ শিক্ষার্থী স্থানান্তরের দাবি আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে সংখ্যালঘু নির্যাতন হয় না—শিক্ষামন্ত্রী ডুজার ৬ সাংবাদিক পেলেন বর্ষসেরা রিপোর্টার পুরষ্কার ডেঙ্গু মোকাবেলায় কাজ করছে রাজধানীর ২১ নম্বর ওয়ার্ডের ‘ভলেন্টিয়ার অব শেখ তাপস’ এইচএইসসি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন, আটক ৭

সেকেন্ড টাইম ভর্তি: আটক দুই শিক্ষার্থীর মুক্তি দাবি

dunews
প্রকাশ: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
জাতীয় জাদুঘরের সামনে আন্দোলনকারীরা।
জাতীয় জাদুঘরের সামনে আন্দোলনকারীরা। ফাইল ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে আন্দোলনের ঘটনায় আটক দুই শিক্ষার্থীর মুক্তির দাবি জানিয়েছেন আন্দোলনকারী অনান্য শিক্ষার্থীরা।

 

আটককৃতরা হলেন- নটরডেম কলেজের আলভি মাহমুদ এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোহাম্মদ সানি।

 

আলভি ও সানির মুক্তির দাবিতে রবিবার শাহবাগ এলাকায় একত্র হলে পুলিশের বাধার সম্মুখীন হন শিক্ষার্থীরা। পরে তারা শাহবাগ ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে একত্র হন। সেখানে তারা আটককৃত দুই শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি দাবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবি জানান।

 

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ২০১৪ সালে নির্দিষ্ট কিছু কারণ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম বন্ধ করে দিল। এখনকার সময়ে সে সমস্যাগুলো নেই। সেকেন্ড টাইম চালু করলে যদি বিশ্ববিদ্যালয়ে যদি কোনো সমস্যা হয়। তাহলে বিশ্ববিদ্যালয় তাদের সমস্যা সমাধান করবে। এটা সাধারণ শিক্ষার্থীদের উপর চাপানো একদম ঠিক না।

 

আটককৃতদের বিষয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা ২৯ তারিখ কর্মসূচির ঘোষণা দিই। সেজন্য গতকাল আমাদের দুজন সহকর্মীকে কথা বলার জন্য পুলিশ ডাকছে। কিন্তু সেখানে যাওয়ার পর তাদেরকে আটক করে। আমরা রাতে তাদেরকে বের করার জন্য চেষ্টা করেছিলাম। তবে আমরা ব্যর্থ হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর