• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
‘ঢাবিতে তারণ্যের ভোট-ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাত্রদল নেতাদের সন্ধান চায় ঢাবি ছাত্রদল আলোচনায় হয়নি সমাধান, এখনো অবস্থানে শিক্ষার্থীরা তিনদফা দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে নারী শিক্ষার্থীদের অবস্থান বৃত্তি পেয়েছে ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ৬ শিক্ষার্থী ঢাবি মৈত্রী হল থেকে তিনশ শিক্ষার্থী স্থানান্তরের দাবি আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে সংখ্যালঘু নির্যাতন হয় না—শিক্ষামন্ত্রী ডুজার ৬ সাংবাদিক পেলেন বর্ষসেরা রিপোর্টার পুরষ্কার ডেঙ্গু মোকাবেলায় কাজ করছে রাজধানীর ২১ নম্বর ওয়ার্ডের ‘ভলেন্টিয়ার অব শেখ তাপস’ এইচএইসসি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন, আটক ৭

‘প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গৌতম বুদ্ধের অবদান প্রশংসনীয়’

dunews
প্রকাশ: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
আলোচনা সভায় বক্তব্য রাখছেন অতিথিরা
আলোচনা সভায় বক্তব্য রাখছেন অতিথিরা

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গৌতম বুদ্ধের ভূমিকা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, সমাজের অনেক ক্ষেত্রেই গৌতম বুদ্ধের জীবনাচার ও ধর্মাচার প্রাসঙ্গিক এবং প্রকৃতি ও পরিবেশ রক্ষায় তাঁর ভূমিকা প্রশংসনীয়। তিনি বলেন, প্রত্যেক ধর্মের মহাপুরুষ এবং প্রবর্তকরা পরিবেশ ও প্রকৃতি থেকে শিক্ষা নিয়েছেন। তাঁদের পথ অনুসরণ করে বাস্তুসংস্থান ও জীববৈচিত্র সংরক্ষণে কাজ করার জন্য উপাচার্য শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচার-এর উদ্যোগে আজ রবিবার (২৯ জানুয়ারি) আর সি মজুমদার আর্টস মিলনায়তনে ‘প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৌদ্ধধর্মের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছিরের সভাপতিত্বে সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ আলোচনায় অংশ নেন। স্বাগত বক্তব্য রাখেন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর