ভাষাশহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্রপ্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সালে প্রথমবার ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’–এর আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। তারই ধারাবাহিকতায় আমার ভাষার চলচ্চিত্রের ২১তম আসর শুরু হচ্ছে আগামী ৫ ফেব্রুয়ারি।
আয়োজকরা জানান, আগামী ৫ থেকে ৯ ফেব্রুয়ারি ৫ দিন ব্যাপী এ চলচ্চিত্র উৎসব চলবে। প্রতিবারের মতো এবারও এই উৎসব সাজানো হবে সমকালীন ও ধ্রুপদী সিনেমার সমন্বয়ে। উৎসবজুড়ে থাকবে চলচ্চিত্রপ্রেমী আর সিনেমার কলাকুশলীদের বিচরণ।