জাতীয় কবিতা পরিষদ-এর উদ্যোগে আগমী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ৩৫তম জাতীয় কবিতা উৎসব। মহামারির কারণে টানা দুই বছর বন্ধ থাকার পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কবিতা উৎসব দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
উৎসবের এবারের প্রতিপাদ্য ‘বাংলার স্বাধীনতা আমার কবিতা।’ দেশের বাইরে ভারত, নেপাল ও মালদ্বীপসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের কবিরা অংশ নেবেন উৎসবে।
সংবাদ সম্মেলনে কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত বলেন, বাংলাদেশের কবিরা চিরকালই প্রগতির পক্ষে অবস্থান নিয়েছে। বিগত প্রায় সাড়ে তিন দশক ধরে বিশ্বের বিভিন্ন দেশ ও ভাষার সংগ্রামী কবিরা এই উৎসবে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের মুক্তির কথা বলেছেন। এই উৎসবকে আমরা কবিতার মিলনমেলায় পরিণত করতে পেরেছি।’
দু’দিনব্যাপী উৎসবে কবিতাপাঠ, নিবেদিত কবিতা, সেমিনার, আবৃত্তি ও সংগীত পরিবেশন হবে। উৎসবে ‘জাতীয় কবিতা পরিষদ পুরস্কার’ প্রাপ্ত কবির নাম ঘোষণাও করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।