• শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৮:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রবি রশ্মির উদ্যোগে ‘এসো শ্যামল সুন্দর’ শীর্ষক সংগীতানুষ্ঠান ঢাবি উত্তরবঙ্গ চাকরিজীবী কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঢাবিতে আনঃহল দাবা ও ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধন বঙ্গবন্ধুর জীবন ও দর্শন থেকে শিক্ষা নিতে হবে: ঢাবি ভিসি ঢাবির শহীদুল্লাহ হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মাথা ঘুরে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু বম জনগোষ্ঠীর উপর হামলা, বিচারের দাবি গণতান্ত্রিক ছাত্র জোটের ঢাবি শিক্ষার্থী হত্যা চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি আমাদের শিল্প সংস্কৃতিকে ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে:সৈকত ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকানো গিয়েছে :ঢাবি ভিসি

টিএসসিতে ২ ছাত্রদল কর্মীর ওপর ছাত্রলীগের হামলা

dunews
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে ছাত্রদলের দুই কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় ছাত্রদল কর্মী মাহমুদুল হাসান ও জুবায়ের আলী আহত হয়। ঢাকা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা নেয়।

 

মাহমুদুল হাসান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের কর্মী ও ২০১৬-১৭ সেশনের যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী এবং জুবায়ের আলী ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।

 

অন্যদিকে হামলাকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী।

 

হামলার বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী মাহমুদুল হাসান বলেন, আমি এবং আমার ছোট ভাই জুবায়ের (আরেক ভুক্তভোগী) সহ টিএসসিতে কালাম ভাইয়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ করে ছাত্রলীগের একদল পোলাপান আমাদের দেখে ধরধর বলে আসতে থাকে। এরপর আমরা দৌড় দিলে ৪০ থেকে ৫০ জন আমাদের ধরে ফেলে এবং বেধরক কিল ঘুসি করে।

 

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ছাত্রলীগ আজ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের ও ছাত্রদলসহ অন্যান্য ক্রিয়াশীল ছাত্রসংগঠনের উপর মধ্যযুগীয়  কায়দায় নির্যাতন চালাচ্ছে। আজকের এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

 

ঢাবি ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতৃবৃন্দের উপর আজকের এই হামলা প্রমাণ করে বিরোধী মতকে দমন করার অভিন্ন নীতি নিয়ে সরকারের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অবিলম্বে এই হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, নয়তো  ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে সন্ত্রাসী ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে উৎখাত করবে।

 

এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, টিএসসি এলাকায় কয়েকজন সাধারণ শিক্ষার্থী চা খাচ্ছিলো। তখন তাদের ছাত্রলীগের কর্মী মনে করে ধাওয়া দেয়া ছাত্রদলের কর্মীরা। সেখানে সাধারণ শিক্ষার্থীরাই তাদের প্রতিহত করে। সেখানে ছাত্রলীগের কোন নেতা-কর্মীর সাথে বিষয়টি সম্পৃক্ত নয়। নিজেদের পরিচিত করাতে এবং রাজনৈতিক ফায়দা লাভের জন্য এ ধরনের মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, প্রক্টর টিম বিষয়টি আমাকে অবহিত করেছে। এখানে একটি হতাহতের ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর