ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছাত্রদের একক বিভাগে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও ছাত্রীদের একক ও দ্বৈত উভয় বিভাগে শামসুন্নাহার হল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার (১৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ সামাদ বিজয়ীদের হাতে উপহার তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের জিমনেসিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ড. সামাদ পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধাসমূহের সদ্ব্যবহার করে নিজেদের জীবন গড়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সুনাম রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। খেলাধুলায় উৎকর্ষ সাধনের লক্ষ্যে কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলন করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এদিকে আন্তঃহল দ্বৈতে বিজয় একাত্তর হল চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স আপ হয়েছে এককে হাজী মুহম্মদ মুহসীন হল ও দ্বৈতে শহীদ সার্জেন্ট জহুরুল হক।
ছাত্রীদের একক ও দ্বৈত উভয় বিভাগে শামসুন্নাহার হল চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়েছে কবি সুফিয়া কামাল হল।
আন্তঃহল টেবিল টেনিস প্রতিযোগিতায় ছাত্রদের একক ও দ্বৈতে বিজয় একাত্তর হল চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স আপ হয়েছে এককে জগন্নাথ হল এবং দ্বৈতে হাজী মুহম্মদ মুহসীন হল।
ছাত্রীদের একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে রোকেয়া হল এবং রানার্স আপ হয়েছে ছাত্রীদের এককে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও দ্বৈতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলী বক্তব্য রাখেন।
এসময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।