• শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৮:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রবি রশ্মির উদ্যোগে ‘এসো শ্যামল সুন্দর’ শীর্ষক সংগীতানুষ্ঠান ঢাবি উত্তরবঙ্গ চাকরিজীবী কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঢাবিতে আনঃহল দাবা ও ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধন বঙ্গবন্ধুর জীবন ও দর্শন থেকে শিক্ষা নিতে হবে: ঢাবি ভিসি ঢাবির শহীদুল্লাহ হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মাথা ঘুরে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু বম জনগোষ্ঠীর উপর হামলা, বিচারের দাবি গণতান্ত্রিক ছাত্র জোটের ঢাবি শিক্ষার্থী হত্যা চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি আমাদের শিল্প সংস্কৃতিকে ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে:সৈকত ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকানো গিয়েছে :ঢাবি ভিসি

শাহবাগে ছাত্রলীগের অবস্থান কর্মসূচি

dunews
প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
মিছিল নিয়ে যাচ্ছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোটগুলোর অবস্থান কর্মসূচি ঘিরে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান কর্মসূচি নিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে সেখানে অবস্থান করতে দেখে গেছে।

 

বুধবার (১১ জানুয়ারি) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিল করতে দেখা যায় নেতা-কর্মীদের। মিছিলগুলো একযোগে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান নেয়। সেখানে আছেন ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মহানগর শাখার নেতা-কর্মীরা।

 

 

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, ‘পাকিস্তানি প্রেতাত্মাদের লাগানো আগুন ঝলসে দিয়েছে এ বাংলার জনমানুষের শরীর। এসব সাধারণ মানুষ তো রাজনীতি বুঝতো না, তারাতো কারো কোনো কর্মসূচিতে বিঘ্ন ঘটায়নি। কেন বিএনপি-জামায়াত আগুন দিয়ে তাদের ঝলসে দিলো। আগুনের লেলিহান শিখায় আর কোনো সাধারণ মানুষের শরীর যদি ঝলসে যায়, তাহলে আমরা একচুল ছাড় দেবো না। এই অগ্নি সন্ত্রাসী-স্বাধীনতা বিরোধী আর পাকিস্তানী প্রেতাত্মাদের গণধোলাই দিয়ে এ বাংলা থেকে বিতাড়িত করা হবে। আমার মাটি, আমার মা, আগুনের লেলিহান শিখায় আর জ্বলবে না।’

 

 

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘ছাত্রলীগ তাই করবে যা এ বাংলার সাধারণ ছাত্ররা চায়, এ বাংলার সাধারণ ছাত্রদের মেন্ডেট ই ছাত্রলীগের মেন্ডেট। যদি ঐক্যবদ্ধ থাকে, ছাত্রলীগ যদি এক কাতারে থাকে, তাহলে কোনো অগ্নি সন্ত্রাসী এ বাংলার সাধারণ মানুষকে আগুনে পুড়ে যেতে দিবে না। সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস, স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে যাদের অবস্থান তাদের বিরুদ্ধে খেলা হবে।’

এদিকে, ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে আজ একযোগে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি ও সহযোগী সংগঠনসমূহ। বুধবার সকাল ১০টা থেকে ঢাকাসহ সব বিভাগীয় শহরে একযোগে ৪ ঘণ্টার এ কর্মসূচি পালন শুরু করে বিএনপি এবং সমমনা ৫৩ রাজনৈতিক দল ও সংগঠন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর